যুক্তরাষ্ট্র বিএনপি নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন ও আকতার হোসেন বাদল বলেছেন, আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। আমাদের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর বাইরে আমাদের কোন নেতা নেই, আমরা সবাই বিএনপি কর্মী। তাই দেশ, দেশের মানুষ বাঁচতে, দেশে গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করা ছাড়া সামনে কোন পথ নেই। এজন্য দেশ ও প্রবাসে এক দফা আন্দোলনে সর্বস্তরের বিএনপি’র নেতা-কর্মীদের ঐক্য চাই। দলের মধ্যে নেতৃত্বের কোন্দল নয়, যোগ্য ব্যক্তিকে যোগ্য পদে চাই। বিএনপি’র কমিটির নামে কোন অনিয়ম, আর্থিক লেনদেনের অভিযোগ, আঞ্চলিকতা চাই না।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বাদল নেতৃত্বাধীন দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তারা উপরোক্ত কথা বলেন। গত মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন আকতার হোসেন বাদল এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন। সভায় সালেহ আহমেদ মনিককে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন শিপনকে সদস্য সচিব করে নিউইয়র্ক ষ্টেট কমিটি বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শহীদ জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতার পাশাপাশি দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করেন মওলানা মাসুম। এরপর স্বাগত বক্তব্য রাখেন এবং নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা দেন বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও ডেমোক্র্যাট দলীয় মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল। দেলোয়ার হোসেন শিপন ও মাহবুবুর রহমানের যৌথ পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন সভার প্রধান সমন্বয়কারী আব্দুল খালেক, নিউইয়র্ক সিটি বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম সহ মোহাম্মদ হোসেন কচি, সালেহ আহমেদ মানিক, তাইজুল ইসলাম, মোহাম্মদ হাসান, আমিনা সাথী, মনিরুল ইসলাম, মোস্তফা মুকুল প্রমুখ।
সভায় অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, শহীদ জিয়া প্রতিষ্ঠিত বিএনপি’র খারাপ সময় চলছে। সামনের নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র চলছে, ফলে বিএনপিকে কঠিন সময় পারি দিতে হবে। এই সময়ে বিভক্তি নয়, নেতা-কর্মীদের ঐক্য চাই, দলে যোগ্য নেতৃত্ব চাই। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। দেশের পুলিশ দেশের মানুষকেই প্রকাশে গুলি করে মারছে। বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে। তিনি ১/১১ সরকারের এক্সটেনশন আজকের শেখ হাসিনা সরকার।
আকতার হোসেন বাদল বলেন, আমরা যারা বিএনপি করি তাদের বড় পরিচয় আমরা বাংলাদেশের মানুষ। আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ষড়যন্ত্রেও শিকার হয়ে কারাবন্দি, তারেক জিয়া দেশান্তরী। এই সময়ে বিএপির সিটি, ষ্টেট কমিটি গঠন কেন্দ্রের কাজ নয়। দরকার খালেদা জিয়াকে মুক্ত আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেয়ার আন্দোলন। যুক্তরাষ্ট্রের স্যাংশনভুক্ত পুলিশের আইজি ড. বেনজির আহমেদ নাকের ডগা দিয়ে নিউইয়র্ক ঘুরে গেলো। তারা কোন প্রতিবাদ-প্রতিরোধ করলো না। এমন নেতৃত্ব দিয়ে বিএনপি চলবে না। তাই দলকে শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। পাশাপাশি মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দলের জন্য দেশের জন্য কাজ করতে হবে।
গিয়াস উদ্দিন বলেন, আজ বিএনপির নেতারাই যুক্তরাষ্ট্র বিএনপি’র ক্ষতি করছেন। দলে যোগ্য নেতৃত্ব নেই। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেয়া আর বিএনপিকে রক্ষা করাই এখন আমাদের প্রধান কাজ। বাকশালীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
আব্দুল খালেক নিউইয়র্ক ষ্টেট ও সিটি কমিটি গঠনে কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলেন, এই কমিটি গঠনে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা পায়নি বরং আঞ্চলিক কমিটি হয়েছে। যাদের দায়িত্ব দেয়া হয়েছে তারা পুলিশের আইজি ড. বেনজীর আহমেদের বিরুদ্ধে কোন প্রতিবাদ সভা-সমাবেশ করতে পারেনি। যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা পেলেই বিএনপি শক্তিশালী হবে।
আলোচনা সভা শেষে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটে দলীয় নেতা-কর্মীরা শ্লোগান দেন এবং অধ্যাপক দেলোয়ার ও বাদল বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিপুল সংখ্যক নেতা-কর্মী সভায় যোগ দেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী, সাবেক ছাত্রনেতা ও ফোবানা’র (একাংশ) বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম শিকদার ও ফ্লোরিডা প্রবাসী, বিএনপি নেতা ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদে অন্তর্ভুক্ত করা হয়েছে। আলী ইমামকে সংসদের কেন্দ্রীয় সহ সভাপতি এবং চাকলাদারকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে।
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আলী ইমাম শিকদার ও বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার এই প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদে অন্তর্ভুক্ত করে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দেশ ও জনগণের প্রতি আরও দায়িত্ব বেড়ে গেলো। এই দায়িত্ব পালনে আমরা সাধ্যমত কাজ করবো, বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে কেন্দ্রীয় সংসদকে আরও শক্তিশালী করা হবে। উল্লেখিত মনোনয়নে তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন