শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সখিপুর সাব-রেজিষ্টারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় দলিল লেখক ওয়াজেদ লাঞ্চিত

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ৮:১০ পিএম

টাঙ্গাইলের সখিপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ওয়াজেদ মিয়া রবিবার(১১সেপ্টেম্বর) বেলা ১টার পর সাব-রেজিষ্টারের খাস কামরায় লাঞ্চিত হয়েছে। টাঙ্গাইলের সখিপুর উপজেলা সাব-রেজিষ্টার মো.শহিদুল ইসলাম দলিল রেজিষ্ট্রিতে সিন্ডিকেটের মাধ্যমে মোটা অংকের চাঁদা নিয়ে থাকে। সাব-রেজিষ্টারের খাস কামরার পিছনে অফিস সহকারি ফিরোজা আক্তার ফ্লোরা ও পিয়ন রাকিবের মাধ্যমে সাব-রেজিষ্টার প্রতি দলিলে ১০/১৫হাজার টাকা ঘুষ নিয়ে থাকে এবং দলিল লেখক ভেন্ডার সমিতি প্রতি দলিলের মোট মূল্যের শতকরা ১টাকা চাঁদা নিয়ে থাকে বলে ভুক্তভোগীরা জানিয়েছে। এ অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় সাব-রেজিষ্টার মো.শহিদুল ইসলামের নেতৃত্বে সিসি ক্যামেরা বন্ধ করে দিয়ে বেলা ১টার পর সাব-রেজিষ্টারের খাস কামরায় স্ট্যাম্প ভেন্ডার জাহাঙ্গীর,দেলোয়ার,বিল্লাল হোসেন, দলিল লেকক আব্দুল লতিফ মিন্টু,ফজলু,তোফাজ্জল একত্রে দলিল লেখক ওয়াজেদ মিয়াকে বেধড়ক পিটিয়ে তার গায়ে থাকা পাঞ্জাবী ছিড়ে ফেলে। এই সাব-রেজিষ্টার যোগদান করার পর থেকেই সিন্ডিকেটের মাধ্যমে প্রতি সপ্তাহের রবিবার,সোমবার লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে কালিহাতি সাব-রেজিস্ট্রি অফিসে চলে যাচ্ছে। ফলে দলিলদাতা,গ্রহিতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদকারী ওয়াজেদ মিয়া বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম বলে আজ আমি দুর্নীতিবাজদের দ্বারা লাঞ্চিত হয়েছে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমি এর সুষ্ঠ বিচার প্রার্থনা করছি। দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতি লিঃ এর সদস্য গোলাম হোসেন বলেন,এ সিন্ডিকেট ভাঙ্গার জন্য আমি বাদী হয়ে গত ২৫জুলাই/২২ইং তারিখে জেলা রেজিষ্টারের নিকট লিখিত অভিযোগ দেওয়ার পরও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। সাব-রেজিষ্টার মো.শহিদুল ইসলাম বলেন,মারামারির ঘটনা শুনেছি,তবে কেউ অভিযোগ করেনি। জেলা রেজিষ্টার মো.মাহফুজুর রহমান খান মুঠোফোনে বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন