রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের সামনে আরিফুল ইসলাম রকি কে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ অস্ত্র-গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গতকাল সকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান বলেন, খানখানাপুর সরদারপাড়া গ্রামের মো. রাজ্জাক শেখের ছেলে আরিফুল ইসলাম রকিকে গত ১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার সময় খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে গুলি করে। ঘটনাস্থলে রকি লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
তিনি বলেন, রাজবাড়ী থানা পুলিশ আসামীদের গ্রেফতার ও হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। হত্যাকাণ্ড সংঘঠিত হওয়ার দ্রুততম সময়ের মধ্যে হত্যার সাথে জড়িত রাজবাড়ী সদর থানার চরখানখানাপুর গ্রামের মো. নাজিমদ্দিন শেখের ছেলে মো. রাকিব শেখ ও কুষ্টিয়া সদর থানার দহকুলা গ্রামের মজিবর রহমানের ছেলে মো. ইয়ামিন আলীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৫টি খালি কার্তুজ, ২টি কার্তুজের মাথার অংশ উদ্দার করা হয়। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের পিতা মো. রাজ্জাক শেখ বাদী হয়ে ১৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে এলাকায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন