বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন সন্ধ্যা নদীকে অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে গতকাল অভিযান চালিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভ‚মি) নেহের নিগার তনু। গত ৪ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন নদী তীরের সকল অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছিল। কিন্তু কেউ স্থাপনা অপসারণ করেনি।
গতকাল অভিযানের প্রথম দিনে বাগদা এলাকায় নদীর তীরে বালু ব্যবসায়ী সান্টু বাহাদুরের ইট, বালু, সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর মালামাল অপসারণ করে নদীর তীর দখলদারমুক্ত করা হয়। অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকতা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন