লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে টানা মাঝারী থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে ভোগান্তি পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা। পূর্নিমার জোয়ের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে দু’দফা জোয়ারে প্লাবিত হচ্ছে জেলার অর্ধশতাধিক গ্রাম। তলিয়ে গেছে মাছের ঘের, পুকুর ও আমন ক্ষেত। এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। আজও উপক‚ল দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা বন্দর সহ সব বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন