ঢাকার সাভারের একটি ম্যাট্রেস তৈরির কারখানা আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার সকালে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, সকাল সোয়া ৮টার দিকে আমাদের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারখানাটির মালিক আবুল বাশার হাওলাদার দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন