খুলনা মহানগরীর বিভিন্ন খাদ্যসামগ্রী প্রস্তুতের কারখানা ও বেকারিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নগরীর হরিনটানা এলাকায় এলাকায় বেকারি খাদ্য পণ্যের মোড়কে মেয়াদ, মূল্য ও উৎপাদন তারিখ না দেয়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও লাইসেন্স না থাকায় শামীম বেকারিকে ২০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অন্যদিকে, ঘি এর বোতলে মেয়াদ, মূল্য ও উৎপাদন তারিখ না দেয়ায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ১ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এছাড়া গল্লামারী বাজারে সচেতনতামূলক অভিযান চালানো হয়।
অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন