শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এসএসসির প্রথম দিনে ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ১০০২, বহিষ্কার ২

মো: শামসুল আলম খান | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৫ পিএম

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এসএসসির প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ২ জন শিক্ষার্থী। আর অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহের শিক্ষা বোর্ডের অধীনে চারটি জেলার ১৪৮ কেন্দ্রে মোট ১ লাখ ১০ হাজার ৩৩১ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।

তবে প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৩২৯ জন। অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ২ জন।

এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৮ হাজার ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪৪৮ জন, জামালপুরে ২৬ হাজার ৪৪৪ জনের মধ্যে অনুপস্থিতির সংখ্যা ২৩০ জন, নেত্রকোনায় ২১ হাজার ৪৮৬ জনের মধ্যে অনুপস্থিত ছিল ২০৩ জন এবং শেরপুর জেলায় ১৪ হাজার ১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন পরীক্ষায় অংশ নেয় নি।

এছাড়াও ময়মনসিংহ ও জামালপুরে একজন করে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান বোর্ডের এই কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন