মাগুরার মহম্মদপুর উপজেলার চর পাচুড়িয়া এলাকায় মধুমতি নদীর তীর রক্ষার জন্য বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার দুপুরে মাগুরার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম এ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি প্রকৌশলী শান্ত দত্ত, ঠিকাদার সুমন মীরসহ অনেকে।
উল্লেখ্য ,মধুমতি নদীর তীর রক্ষা কাজের জন্য চর পাচুড়িয়া ভাঙ্গারাস্তা এলাকায় প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে ৩ পয়েন্টে ৩০০ মিটার কাজ সম্পন্ন করা হবে বলে জানান কর্তৃপক্ষ।
মধুমতি নদীর ভাঙনে এলাকার মানুষ হয়েছে অনেকে ঘরছাড়া, হারিয়েছে আবাদযোগ্য ফসলি জমি, গাছ গাছালী। এত বড় ভাঙন এলাকা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের এ উদ্যোগ কতটুকু সমাধান আনবে তা নিয়ে চলছে গুঞ্জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন