মাদারীপুর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সাড়ে ৭শ’ কৃষককে বিনামূল্যে উন্নত মানের বীজ ও কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আচমত আলী খান মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. সাহেদ আলী এই বীজ ও ঋণ বিতরণ করেন। ‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ’ কর্মসূচীর আওতায় মাদারীপুর সদর উপজেলার সাড়ে ৭’শ কৃষকের মধ্যে উন্নতজাতের দেড় কেজি সরিষা ও এক কেজি কালো জিরার বীজ এবং শতকরা ৪ শতাংশ সুদে ১৫ হাজার টাকা করে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। মাদারীপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সুমন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির ফরিদপুরের পিইপি প্রকল্পের নির্বাহী পরিচালক কল্লোল সরকার, মাদারীপুর পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সামসুন নাহারসহ অন্যরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন