শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেহেরপুরে সোনার দোকানে দেয়াল কেটে চুরি

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৫ পিএম

মেহেরপুরে কাসারীপাড়ার আপন জুয়েলার্সে এক দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা রাতের আঁধারে আপন জুয়েলার্সের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর নগদ আড়াই লাখ টাকা ও ৪০ ভরি সেনার গহনা চুরি করে পালিয়ে যায়। শনিবার (১৭ সেপেন্টম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী মহাদেব কুমার পাত্র ও শংকর কুমার পাত্র বলেন, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। শনিবার সকাল ৯টার দিকে দোকান খুলে ভেতরে ঢুকে দেখি সব কিছুই তছনছ হয়ে গেছে। দুটি সিন্দুক ভেঙে ৪০ ভরি সোনা ও ১০০ ভরি রুপাসহ নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে। চোরের দল দোকানো লাগানো তিনটি সিসি ক্যামেরা ভেঙে ফেলছে। তারা সিসি ক্যামেরারর ভিভিআরটি নিয়ে গেছে।
তারা আরো জানান, ওই মার্কেটের দ্বিতীয় তলা থেকে নিচে নেমে এসে দোকানের একটি দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল।
খবর পেয়ে শনিবার সকালে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) জামিরুল ইসলাম, এএসপি সার্কেল অপু সরোয়ার, মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম ও র‌্যাবের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মেহেরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোমিন ঘটনাস্থলে আসেন।
জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোমিন বলেন, মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে এই জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানটি। সারা রাত পুলিশ এই বাজারে ডিউটি করেন। অথচ এর মধ্যেই এই চুরির ঘটনা ঘটলো। এর আগেও বাজারে চুরি হয়েছে। তিনি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান, বাজারটিতে পুলিশের টহল বাড়ানো এবং এ ঘটনাটির সাথে জড়িত চোরদের খুঁজে বের আইনের আওতায় আনার জন্য।
মেহেরপুর পুলিশ সুপার (এসপি) রাফিউল আলম বলেন, চুরির ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন