শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আলোচনা সভা ও কেক কেটে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৭ পিএম

আলোচনা সভা ও কেক কেটে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সেলিম উদ্দিন খান এবং বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি।
আলোচনা সভার পর কেক কাটেন সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ অতিথিবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন