শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

কুষ্টিয়া-বারোমাইল মহাসড়কের দুরবস্থা

| প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

খুলনা বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর কুষ্টিয়া। আর এই জেলার প্রশাসনিক সদর এবং প্রধান শহর এই কুষ্টিয়া শহর। আর এই শহরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বহুসংখ্যক শিক্ষার্থী রয়েছে। সকাল হলেই ছাত্রছাত্রী, বহুসংখ্যক কর্মজীবী মানুষকে আসতে হয় কুষ্টিয়া শহরে। কিন্তু শহরে আসার রাস্তার কারণে ভোগান্তি পোহাতে হয় সকল শ্রেণির মানুষকে। বলছি, দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কথা। কুষ্টিয়া শহরের ত্রিমোহনী এলাকা থেকে ভেড়ামারা উপজেলার বারোমাইল পর্যন্ত সড়কের দূরত্ব ১৮ কিলোমিটার। উক্ত রাস্তার বিভিন্ন জায়গায় খানা-খন্দ ও গর্তে পরিপূর্ণ। বৃষ্টি হলেই নাজুক অবস্থা বিরাজ করে। প্রয়োজনে কাক্সিক্ষত জায়গায় দ্রুত পৌঁছাতে পারছে না শিক্ষার্থীসহ নানান পেশার মানুষ। রাস্তার এই দুরাবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। এই সমস্যার কারণে তীব্র যানজটের পাশাপাশি সাস্থ্য ঝুঁকিতে পড়ছে সকল শ্রেণীর মানুষ। রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও সেটা খুবই ধীর গতিতে চলছে। এই রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে যানযট, সড়ক দুর্ঘটনাসহ সকল সমস্যার সমাধান মিলবে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এইচ আব্দুল হাদী
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন