বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় গণতন্ত্র মঞ্চের মানববন্ধন

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে জনগণকে সংগঠিত হওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় গণতন্ত্র মঞ্চের নের্তৃবৃন্দ। বক্তারা বলেছেন দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গতকাল শনিবার দুপুরে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি চত্বরে গণতন্ত্র মঞ্চ, খুলনা মহানগর শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, দ্রব্যমূল্য ্্ঊর্ধ্বগতিতে মানুষ অনাহারে থাকছে। ফলে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। এ অবস্থার অবসানের লক্ষ্যে শুধুমাত্র দলের পরিবর্তন নয়, শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বক্তারা আজকের রাজনীতিতে খেলা হবে এ ধরনের অগণতান্ত্রিক ও অরাজনৈতিক বক্তব্য পরিহার করার জন্য বৃহৎ দুটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম। বক্তৃতা করেন নগর নাগরিক ঐক্যের আহ্বায়ক মো. জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা স,ম রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেলসহ আরো অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন