বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

নিউইয়র্কে মাদ্রাসা ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৫ এএম

নিউইয়র্ক সিটির অন্যতম সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্থানীয় আলআমিন মসজিদে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার অনুষঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই ধরনের সামগ্রী বিতরন করা হয়। এই আয়োজনে সোহেল আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সোহেল আহমেদ, উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী। মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, মুয়াজ্জিন মাওলানা নেছার আহমেদ, শিক্ষক মাওলানা মহিউদ্দিন , মোহাম্মদ হোসেন, আব্দুল খালেক, অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের সদস্য সামছুল ইসলাম ,সাব্বির আহমেদ, আব্দুল হামিদ আবু, আলামিন সহ আরো অনেকেই। উল্লেখ্য, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন সময় নানা মানবিক কাজের সাথে জড়িত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন