খুলনায় সড়ক দুর্ঘটনায় সাইদুন বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১ টার দিকে রূপসা সেতুর নিচে এ দূর্ঘটনা ঘটে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, রূপসা ব্রীজ এলাকার বাসিন্দা গনি শেখের স্ত্রী সাইদুন বিবি । রূপসা ব্রীজের নীচে দাড়িয়ে থাকা ট্রাকের পেছন দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। ড্রাইভার গাড়ি চালু করে পেছনে আসলে তার শরীরের ওপর উঠে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। আহত বৃদ্ধাকে উদ্ধার করে এলাকাবাসি চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবচরা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক বলেন, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনস্থলে যান তিনি। ট্রাকটি স্থানীয়রা আটক করতে পারলেও চালককে পালিয়ে যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন