বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছুরিকাঘাতে জখম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে ঈসা খাঁ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র। গত শনিবার সন্ধ্যার পর ওই ঘটনাটি ঘটে। বর্তমানে ওই ছাত্রকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে ৪ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত উল্লাহ (২৮) ঈসা খাঁ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছে। একই গ্রামের আব্দুল্লাহ আল মামুন ওরফে সবুজের ছেলে আবুল হাসানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে (২৬) দ্বন্দ্ব চলে আসছিলো। সেই দ্বন্দে হাসান সাখাওয়াতকে প্রায় সময়ে হত্যার হুমকি দিতো। এরই মাঝে শনিবার সাখাওয়াত উল্লাহ মাগরিবের নামাজের পর বাড়ি থেকে সোহাগী বাজারের যাওয়ার জন্য একটি ইজিবাইকে করে রওয়ানা হয়। কিছুদূর গিয়ে সাখাওয়াত ইজিবাইক থেকে দেখতে পায় আবুল হাসান (২৬), এহসান উল্লাহ (২৮) এবং সোহাগ মিয়া (২৬) একটি মোটরসাইকেলে করে পেছন থেকে তাকে অনুসরণ করছে। এঅবস্থা দেখতে পেয়ে সাখাওয়াত তার ভগ্নিপতিকে ফোন করে দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসতে বলে। তারপর কিছুদূর এগিয়ে যেতেই সেখানে আগে থেকেই উৎপেতে থাকা আব্দুল্লাহ আল মামুন ওরফে সবুজ এবং সাখাওয়াতের পেছনে পেছনে মোটরসাইকেলে আসা ৩ জন মিলে ইজিবাইকটিকে থামিয়ে সাখাওয়াতকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তার ভগ্নিপতিকে খবর দেয়। এসময় ভগ্নিপতি এসে তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এঘটনায় চার জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করে।
তবে এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারর চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন