মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইন্দুরকানীতে বিএনপির প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা কর্মসুচি পন্ড

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৪ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির কর্মসুচিতে পুলিশের বাঁধা বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশের ধস্তাধস্তি। পুলিশের বাধায় বিএনপির মিছিল পন্ড হয়ে যায়। রোববার বিকালে ইন্দুরকানী উপজেলা বিএনপি অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। সারাদেশে বিএনপির কর্মসুচির উপর আওয়ামীলীগ ও পুলিশের হামলায় বিএনপি নেতা কর্মী নিহত ও আহতের প্রতিবাদে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। বিকালে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে উপজেলা বিএনপির নেতৃত্বে মিছিল বের করলে পুলিশ তাদের ব্যানার টেনে নিয়ে নেতাকর্মীদের সাথে বাকবিতান্ডা ও ধস্তাস্তিতে জড়িয়ে পড়ে। পরে নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মিছিলটি পন্ড হয়ে যায়।
এ বিষয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাাদক ফায়জুল কবির তালুকদার জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসুচিতে পুলিশ বাধা দেয়। আমাদের ব্যানার টেনে নিয়ে আমাদের সাথে টানা হেচড়া করে মিছিল পন্ড করে দেয়।
ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক পুলিশের বাধার বিষয় টি এড়িয়ে যান। তিনি এ বিষয় কোন
মন্তব্য না করে ফোনটি কেটে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সিরাজুল ইসলাম মিন্টু ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৯ এএম says : 0
আসলে এটা গনতন্ত্র না এটা একপ্রকার সৈরশাষক গনতান্রিক অধিকার সবার আছে পুলিশ যে গুলো করছে খুবই বাড়াবারি এটা একটি সাধীন দেশের কাম‍্য না।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন