কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দের তেলিপাড়াস্থ নিজ বাড়ি থেকে রতন চন্দ্র বর্মন (২৫) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, তেলিপাড়ার ভবেশ চন্দ্র বর্মনের ফাঁকা বাড়ির একটি ঘর থেকে রতনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রতন আত্মহত্যা করেছে। রতন ঢাকায় কর্মরত ছিলেন। গত ২৯ নভেম্বর ছুটি নিয়ে বাড়িতে আসেন। তার বাবার নাম ভবেশ চন্দ্র বর্মন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন