রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ফিরোজ উদ্দিন নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জরিমানাপ্রাপ্ত ফিরোজ সদর উপজেলার মিজানপুরের ইউপির মহাদেবপুর গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী বলেন, দুপুরে রাজবাড়ী পদ্মা নদীর চর নরসিংহদিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইজারা দেয়া অংশের বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ড্রেজার মালিকের প্রতিনিধি ফিরোজ উদ্দিন নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন পুলিশবাহিনী ও ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন