দিল্লির পর পাঞ্জাব জয় করে এবার গুজরাটের প্রতি নজর দিয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সে লক্ষ্যেই ‘মোদিরাজ্যে’ সাংগঠনিক দায়িত্ব দলের সাংসদ রাঘব চড্ডার হাতে তুলে দিল আপ নেতৃত্ব। আম আদমি পার্টির পাঞ্জাব জয়ের নায়ক রাঘব চড্ডাই। দলীয় সূত্রে খবর, গুজরাটের বিধানসভা নির্বাচনের জন্যও তরুণ মুখ খুঁজছিলেন কেজরিওয়াল। তার বিচারেই উঠে আসে রাঘবের নাম। আপ সূত্রের খবর, পাঞ্জাবের ভোটে রণকৌশল সাজাতে কেজরিওয়ালকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন রাঘব। দৃশ্যত সেই অভিজ্ঞতা থেকেই তাকে আরো একটি গুরুদায়িত্ব দেওয়া হলো। প্রসঙ্গত, গুজরাটে ভোটের প্রচারে পাঞ্জাবের রণকৌশলই নিয়েছেন কেজরিওয়াল। পাঞ্জাব ভোটের নির্বাচনী প্রতিশ্রুতির মতোই গুজরাটবাসীকে ক্ষমতায় এলে বিনা মূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা বলেছে আপ। শুধু তা-ই নয়, পাঞ্জাবে ভোটের আগে লুধিয়ানায় অটোচালকদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গিয়েছিল দলীয় প্রধান কেজরিওয়ালকে। আহমেদাবাদেও একই দৃশ্য দেখা গেছে। এক অটোচালকের অটোতে চড়েই তার বাড়িতে খেতে গিয়েছিলেন আপপ্রধান। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন