শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেনাপোলে বিজিবি ও রেল পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

খুলনা-কোলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন তল্লাশীকে কেন্দ্র করে বেনাপোলে বিজিবি ও রেল পুলিশের মধ্যে সংঘর্ষে ৩ রেল পুলিশ আহত হওয়ার ঘটনায় রেল পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত রোববার দুপুরে খুলনা বিভাগীয় রেল কর্মকর্তা পুলিশ সুপার রবিউল হোসেন নামে এক রেল পুলিশের সাথে ছবি তোলা নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্থি হলে রেল পুলিশের ৩ সদস্য আহত হন। বিজিবি এ সময় আহত মোমিনুল ইসলাম নামে এক রেল পুলিশের সদস্যকে ধরে নিয়ে যায়।
আহত রেল পুলিশের সদস্যরা হচ্ছেন, মো. সেতাফুর রহমান, রেল পুলিশ মো. ইনতাজুল হক এবং রেল পুলিশের সদস্য মো. মোমিনুল ইসলাম।
খুলনা বিভাগীয় রেল কর্মকর্তা পুলিশ সুপার রবিউল হোসেন আরও জানান, এএসপি মজনুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়া জন্য নির্দেশনা দেয়া হয়।
বেনাপোল রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জামান, কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশী করা যাবে না রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য রাখার পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করে।
পরবর্তীতে বিজিবির ২০ থেকে ২২ জনের একটি টিম এসে রেল পুলিশের (আরএসবি) মো. মমিনরকে তাদের গাড়িতে করে তুলে নিয়ে যায় বিজিবি ক্যাম্পে। রেল পুলিশ মোমিনকে তুলে নিয়ে যাওয়ার সময় রেল পুলিশ সদস্যরা বাধা প্রদান করলে বিজিবি তাদের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে মো. সেতাফুর রহমান ও মো. ইনতাজুল হককে আহতবস্থায় নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রেল পুলিশ মোমিনকে বিজিবির হেফাজত থেকে উদ্ধার করা হয় রাত দশটায়। ।
তবে এ ঘটনায় দু বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসু বৈঠকে অপহৃত মোমিনুলকে ছেড়ে দিয়েছে রাত ১০ টায়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাহেদ মো. মিনহাজ সিদ্দিকী জানান, সামান্য ঘটনায় উভয়ের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছিল, সেটি মীমাংসা হয়ে গেছে। পুলিশ তাদের তদন্ত কমিটি গঠন করেছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন