রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৭ পিএম

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে সোহাগ আলী নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার কিছু সময় আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন ওই রায় ঘোষণা করেন।
সোহাগ আলী সোনারগাঁ থানার সাহাপুর এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
রায়ের সত্যতা নিশ্চিত করে আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে আসামি সোহাগ আলীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ফাহাদ ২০ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৩ পিএম says : 0
এটা ঠিক আছে, তবে রসূল সাঃ কে গালি দিলে বা বেঙ্গ করলে তার ব্যাপারে মৃত্যু দণ্ড আইন করা হউক।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন