কুড়িগ্রামের চিলমারীতে পাচারকালে ৫০ বস্তা ইউরিয়া সার আটক করেছে স্থানীয় জনতা। গতকাল রাতে উপজেলা সদর থেকে পাশ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলায় পাচার করার সময় খরখরিয়া তেলিপাড়া এলাকায় রাস্তা থেকে বস্তা ভর্তি পিকআপ ভ্যান আটক করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে রমনা ইউনিয়নের খরখরিয়া তেলিপাড়া এলাকায় পিকআপ ভর্তি ৫০ বস্তা সার নদীর ঘাটে যাওয়ার পথে স্থানীয়রা পিকআপটি আটক করে। এসময় চালক সার ক্রয়ের ম্যামো দেখাতে না পারায় এবং ক্রেতার নাম প্রকাশ না করায় উপজেলা কৃষি অফিসার ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায় স্থানীয়রা। ঘটনাস্থলে কেহ ওই সারের মালিকানা দাবি করেনি। উপজেলা কৃষি অফিসার ঘটনা স্থলে গেলে স্থানীয়রা তাদের মধ্যে সার বিলি করার দাবিতে হৈচৈ শুরু করে। পরে থানা পুলিশের সহায়তায় সার ভর্তি পিকআপটি চিলমারী থানায় জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, বেশি দামে ইউরিয়া সার বিক্রির জন্য প্রতিদিন এই পথে নৌকা যোগে সুন্দরগঞ্জে চলে যায়। ১ হাজার ১০০ টাকা দরের বস্তা ওই পারে ১৪/১৫’শ টাকায় বিক্রি করে ডিলাররা। জমি আবাদ করে আমরা জমিতে সার দিতে পারছিনা, ডিলারদের ঘরে ইউরিয়া নিতে গেলে বলে সার নাই। কখনো কখনো নষ্ট সার নিতে হয়।
উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষান দাস জানান, খবর পেয়ে রাতের আঁধারে পাচার হয়ে যাওয়া সার আটক করে থানায় নেয়া হয়েছে। যেহেতু সারের মালিক নেই তাই সরকারি নিয়ম অনুযায়ী সার বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। তাছাড়া আটককৃত সার চিলমারীর কোন ডিলারের নয় এবং চিলমারীতে মনিটরিং অব্যহত থাকায় সার বাইরে যাওয়ার সুযোগ নেই।
চিলমারী মডেল থানার ওসি মো.আতিকুর রহমান জানান, পাচার হয়ে যাওয়া সার কৃষি অফিসার জব্দ করে পুলিশ হেফাজতে রেখেছেন। তিনি যে প্রক্রিয়ায় যাবেন আমরা সেভাবেই আইনি সহায়তা দিব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমান জানান, আটককৃত ইউরিয়া সার স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন