শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেনাপোলে ১৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বেনাপোলের গোগা সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বারসহ জালাল উদ্দীন নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। আটক জালাল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে।
গতকার মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোগা বাজারের একটি ইটভাটার পাশ থেকে তাকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন খবর পেয়ে বিজিবির হেডকোয়াাটারের একটি অভিযানিক দল গোগা-বেনাপোল সড়কের একটি ইটভাটার পাশ থেকে মোটরসাইকেলসহ জালাল উদ্দীন নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।এ সময় পাচারকারীর স্বীকার উক্তি অনুযায়ী মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ছিল এক কেজি ৬৫২ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
এ ব্যাপারে স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন