শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

মানবসেবাও ইবাদত

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

শিল্পী ভূপেন হাজারিকা গানে গানে মানব সেবা সম্পর্কে এই ভাবে তুলে ধরেছেন যে মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কি/ মানুষ পেতে পারে না/ও বন্ধু। আর এই মানব সেবায় যারা জড়িত তাদের সবার মাঝে এ কাজের প্রতি উদ্বুদ্ধকারী হিসেবে যে শক্তি কাজ করে, সেটা হচ্ছে মানুষের মানবতাবোধ। যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবার এগিয়ে আসে সব সময়। কোনো প্রতিবেশী যদি পেটে খিদা নিয়ে রাত যাপন করে, কেউ যদি কোনো পথশিশুকে খিদার তাড়নায় কাতরাতে দেখে আর সে যদি ক্ষুধার্ত প্রতিবেশী কিংবা ক্ষুধার্ত পথশিশুর পাশে এসে না দাঁড়ায়, তার মাঝে মানবতার বলতে কিছু নেই। যার মাঝে মানবতাবোধ আছে সে অবশ্যই অসহায় দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়াবে, সহযোগিতা করবে এবং তার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবে। আর এটাই হচ্ছে মানবতার সেবা। মানবসেবাই প্রকৃত ধর্ম। আল্লাহকে কাছে পাওয়ার আরেকটি অন্যতম মাধ্যম হলো মানবসেবা। মহান আল্লাহর প্রেরিত নবী রাসূল এবং পীর-আউলিয়ারা যারা ইসলাম প্রচারের জন্য এ দেশে এসেছিলেন, তারা সবাই মানবতার সেবায় নিবেদিত ছিলেন। আমাদের জীবনে চলার পথে অনেকে আছে যারা বিপদে পড়ে যায়, তাদের সেই মুহূর্তে সাহায্য করাটা আমাদের নৈতিক দায়িত্বও বটে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেকে নানা দুঃখ-কষ্টে জর্জরিত হচ্ছে, কিন্তু খোঁজ-খবর নেয়ার কেউ নেই। এটি হওয়ার কারণ হলো, আমাদের মাঝে এই ধরনের বিষয়সমূহে উদাসীনতা চলে এসেছে। মানবসেবার বিভিন্ন দিক আছে। যদি তা ছোট ক্ষেত্রও হয়, তবে তার দিকে লক্ষ রাখা উচিত। ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি প্রাণীকূলের সেবা করার নির্দেশ ও শিক্ষা ইসলাম দেয়। আমাদের সবাইকে মনে রাখতে হবে, মানুষ হিসেবে আল্লাহ তাওয়ালার কাছে সবাই সমান। কার ধর্ম কী তা পরের বিষয়, কেননা সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করতে হবে, এটাই ধর্মের শিক্ষা। জীবন চলার পথে যে মানুষগুলো দুঃখ-কষ্টে জর্জরিত তাদের খোঁজ-খবর নেয়ার পাশাপাশি যে যার অবস্থান থেকে সহযোগতিা করাও অন্যতম মানবসেবা।

ইমাম হোসেন
বারইয়ারহাট, মীরসরাই, চট্টগ্রাম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন