পূজা মন্ডবে কোন প্রকার হামলা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে কুমিল্লা-৬ আসনের এমপি আ. ক. ম বাহাউদ্দিন বাহার বলেছেন, এবারও নানুয়া দীঘির পাড়ে অবশ্যই পূজা হবে। সর্বোচ্চ সতর্কতায় সেখানে পূজা উদযাপন করা হবে। এবার যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করা যায় সেজন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দেয়া হবে। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি বাহার বলেন, গত বছর আমি দেশে ছিলাম না। তখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে পূজামণ্ডপে হামলা করেছে। এ বছর আমরা সর্বোচ্চ সতর্ক আছি। এবার যদি কেউ কোনো পূজামণ্ডপে হামলা করে সে পালিয়ে বাঁচতে পারবে না। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার মো. আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন, র্যাবের কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন