মাটিরাঙ্গায় সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ভোরের দিকে উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোনের অধীনস্থ চালিতাছড়া বিওপির আওতাধীন শিশক বাড়ি নামক এলাকা থেকে শাড়ি ও লেহেঙ্গাগুলো জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সীমান্ত পথে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে পরিচালনা করে বিজিবি। পরে শিশক বাড়ি নামক এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা শাড়ি ও লেহেঙ্গাগুলো রেখে পালিয়ে যান। এসময় ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ২১৭ পিস ভারতীয় শাড়ি ও ৭২ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ১১ হাজার ৫০০ টাকা। এগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকা থেকে ২৮ পিস ভারতীয় কম্বলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পানছড়ির পুচগাং এলাকার নির্মল চাকমার ছেলে এলিন চাকমা, পানছড়ির অঞ্জপাড়া এলাকার লাচাই মগের ছেলে ক্যাজরি মগ ও জেলা সদরের গঞ্জপাড়া এলাকার মংজাই মগের ছেলে অং সাপ্রু মং।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন