ঝালকাঠিতে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকার জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল দুপুরে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম বাজার ও তালুকদার বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় দুইটি ফার্মেসিকে ও মূল্য টেম্পারিং করে বেশি মূল্য লেখার কারনে দুইটি মুদি দোকানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ইন্দ্রানী দাস বলেন, দুটি মুদি দোকানসহ চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সকল পণ্য ন্যায্যমূল্যে বিক্রিসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন