যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন। লোন ও অন্যন্য সুবিধা পেতে ট্রাম্প তার সম্পত্তির তথ্য গোপন করেছেন এ অভিযোগে মামলা করা হয়েছে। খবর আল জাজিরার।
বুধবার ম্যানহাটনের আদালতে করা মামলায় বলা হয়েছে, ট্রাম্প অর্গানাইজেশন ২০১১-২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের সম্পত্তির বিবরণীতে ‘অসংখ্য প্রতারণা ও মিথ্যা তথ্য প্রদান করেছে।’
তাছাড়া ট্রাম্প অর্গানাইজেশন, ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প এবং তার মেয়ে ইভানকা ট্রাম্পকে আসামী করা হয়েছে।
মামলার ব্যাপারে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমস টুইটে বলেছেন, লোন ও অন্যন্য সুবিধা পেতে ট্রাম্প তার ছেলেমেয়েদের ব্যবহার করে কয়েক বিলিয়ন ডলারের তথ্য গোপন করেছেন।
তিনি আরও লিখেছেন, নিজের জন্য বড় অর্থনৈতিক সুবিধা পেতে ট্রাম্প নিজে মিথ্যা বলেছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ওঠা তথ্য গোপন ও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন। তাছাড়া ট্রাম্প অর্গানাইজেশন বলেছে, এসব অভিযোগ ভিত্তিহীন। সূত্র: আল জাজিরা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন