নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করায় লক্মীপুরের কমলনগরে এক ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।(আজ) বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফজুমিয়ারহাট বাজারের মেসার্স নাহার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রিয়াজকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ উপস্থিত ছিলেন।
কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ বলেন, ন্যায্য মূল্যে সার বিক্রয় নিশ্চিত করণের লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা আরো বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন