কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ইডোয়ার্ড ডি লাইজলেসিয়া ওয়াই ডেল রোসেল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিদায়ী সাক্ষাৎ করেন স্পেনের রাষ্ট্রদূত। সাক্ষাতকালে বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন তারা। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বাংলাদেশে স্পেনের চারটি কোম্পানির পাঁচটি প্রকল্পের মাধ্যমে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন কার্যক্রমের একটি প্রকল্পে স্পেনিশ কোম্পানির কার্যাদেশ পাওয়ায় রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন