শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

পুরুষরা সচেতন হলেই নারী নির্যাতন ৯০ ভাগ কমবে : মেহের আফরোজ চুমকি

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নারী নির্যাতন প্রতিরোধে পুরুষদের সচেতনতার ওপরই বেশি গুরুত্ব দিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, পুরুষরা নারীর প্রতি সংবেদনশীল ও অনেক বেশি সচেতন হলে নারী নির্যাতন অন্তত ৯০ ভাগ কমবে। গতকাল কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন’ অনুষ্ঠানে এক সমাবেশে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ আরমযান জানান। নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ ২০১৬ উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্র্যাকের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রফেসর মমতাজ বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, ব্র্যাকের জেন্ডার, জাস্টিস ও ডাইভারসিটি কর্মসূচির প্রধান হাবিবুর রহমান ও ম্যানেজার চিররঞ্জন সরকার।  ‘রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো’ এই স্লোগান নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে ব্র্যাকের গণনাটক দলের পক্ষ থেকে নাটক পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে একটি সাইকেল র‌্যালি বের করা হয়। শতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন