শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হত্যা করে বিএনপিকে রাজপথ থেকে সরানো যাবে না

সান্তাহারে মেয়র রেজাউর করিম বাদশা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন হত্যা আর মামলা হামলা করে বিএনপির নেতাকর্মীকে রাজপথ থেকে সরানো যাবেনা। দেশের জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথ এখন বিএনপির দখলে। ভোট চোর আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে বিএনপিসহ দেশের জনগণ আন্দোলন সংগ্রামে নেমেছে।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যে ও পুলিশের গুলিতে ভোলায় ছাত্রদল নেতা নুর আলম সেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম এবং নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে বগুড়ার সান্তাহার শহরে বিএনপির আয়োজিত গণসমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম ফজলুল বারি তালুকদার বেলাল, কাহালু নন্দিগ্রামের এমপি মো. মোশারোফ হোসেন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন চান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন