ময়মনসিংহের নান্দাইলে বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী দক্ষিণ বাজারে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় এই অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দুটি ফার্মেসি,দুটি কসমেটিকসের দোকান ও একটি অটোরিকশা সার্ভিসিং দোকান আগুনে পুড়ে মালামালসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাজারের সভাপতি ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, মো.নজরুল ইসলাম, নাসির উদ্দিন ,মানিক মিয়া, রাসেল মিয়া এবং মিজানুর রহমান মিন্টু। নান্দাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোরশেদ আলী প্রধান জানান, রাত ১টার দিকে আগুন লাগার খবর স্থানীয়রা ফোন করে জানালে সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অটোরিকশা সার্ভিসিং দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বীরকামট খালী দক্ষিণ বাজারের সভাপতি মো. আব্দুস সাত্তার বলেন, সব মিলিয়ে আগুনে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন