২৫ সেপ্টেম্বর রাত ২টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ স্টেশন এক অভিযানে ২হাজার ১৫৯. ৪৩ গ্রামের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করে।
এক প্রেস নোটে জানানো হয়, স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমদ এর নেতৃত্বে টেকনাফ থানার বরইতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন মািয়ানমার হতে টেকনাফ স্থল বন্দরের দিকে আসা একটি বোট হতে একজন ব্যক্তিকে নেমে ১টি হলুদ রংয়ের বস্তা মাথায় নিয়ে বরইতলী প্যারা বনের ভিতরে প্রবেশ করতে দেখা যায়।
ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। তখন ওই ব্যক্তি বস্তাটি ফেলে দিয়ে বরইতলী পাহাড়ের মধ্যে দ্রুত পালিয়ে যায়। বস্তাটি তল্লাশি করে ৩০ কেজি বার্মিজ গুড়ের মধ্যে অভিনব কায়দা লুকিয়ে রাখা
২হাজার ১৫৯. ৪৩ গ্রামের ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দ করা স্বর্ণের বারগুলো টেকনাফ কাস্টম গোয়েন্দা ও তদন্ত সার্কেলে হস্তান্তর করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন