শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেনাপোল চেকপোস্ট থেকে পাসপোর্ট যাত্রী নিখোঁজ

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বেনাপোল চেকপোস্ট থেকে বিভূতি মোহন সরকার নামে এক পাসপোর্টযাত্রী নিখোঁজের একদিন পার হয়ে গেলে ও তার খোঁজ মেলেনি।

গত শুক্রবার বিকেলে পাসপোর্ট যোগে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে সে হারিয়ে যায়। তার সাথে থাকা স্ত্রী অনেক খোঁজাখুঁজির পরও তাকে পায়নি। নিখোঁজ বিভূতি মোহন সরকার মাগুরা সদর থানার নান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের মৃত নবকুমার সরকারের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তিনি স্টোক করে প্যারালাইসিসে ভুগছিলেন। যে কারণে তার মানুষিক ভারসাম্য ঠিক ছিল না। তার পরনে ছিল সাদা হাফ শার্ট, কালো ফুলপ্যান্ট এবং হাতে একটি লাঠি ছিল।

নিখোঁজ বিভূতি মোহন সরকারের স্ত্রী ববিতা রানী বিশ্বাস জানান, শুক্রবার বিকালে তার স্বামীকে নিয়ে ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসে। এবং দু’জনে বাংলাদেশ ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশ করে। এরপর তিনি তার অসুস্থ্য স্বামীকে এক জায়গায় বসিয়ে রেখে করোনা পরীক্ষার ভ্যাকসিনের কাগজ দেখাতে যাই। কিছুক্ষন পরে এসে সে তার স্বামীকে আর খুঁজে পায়নি।

অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্মকর্তাদের সহযোগিতায় সিসি ক্যামেরা চেক করে দেখেন তার স্বামী পেট্রোপাল চেকপোস্ট দিয়ে আবার বাংলাদেশের দিকে চলে এসেছে। তিনি (ববিতা) সন্ধ্যায় দেশে ফিরে এসে অনেক খোঁজাখুঁজির পরও তার স্বামীকে না পেয়ে নিকট আত্মীয়দের সংবাদ দেন। তাদের সহযোগিতায় বেনাপোল পোর্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। গত শনিবার সকালে বেনাপোল ইমিগ্রেশনে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখা যায় নিখোঁজ বিভূতি মোহন সরকার বাংলাদেশে ফিরে এসেছে। তাকে কোথাও দেখতে পেয়ে থাকলে ০১৭১৫-৬৪৭৪২১ এবং ০১৮৬৬-৩৬৪৫২১ মোবাইল নাম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, একজন পাসপোর্ট যাত্রী নিখোঁজের ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশের একটি টিম কাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন