কক্সবাজার আদালতে রামুর ৪ জন বন মামলার আসামীকে ১ বছর করে সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা ক্ষতি পুরনও ৫ হাজার টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেছেন। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসাদ উদ্দীন মোঃ আসিফ ২৬ সেপ্টেম্বর সোমবার ১১১/১১ নং (রামু) বন মামলায় এ রায় প্রদান করেন।
সাজা প্রাপ্তরা হলেন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের গনিয়াকাটা গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র সাইফুল ইসলাম, জহির, ইউনুছ ও একই গ্রামের গোরা মিয়ার পুত্র ছৈয়দ নুর।
কক্সবাজার উত্তর বনবিভাগের বন মামলা পরিচালক আলাউদ্দীন জানান আদালতে আসামীদের বিরুদ্ধে স্থানীয় বাঁকখালী রেঞ্জের বাঁকখালী বিটের সরকারী বনভূমি দখল, পাহাড় কাটা,গাছ কাটা অপরাধ, এমন কি তাদের হাতে সরকারী কর্মকর্তা/ কর্মচারীরা শারিরীক ভাবে আঘাত প্রাপ্ত ও লাঞ্চিত হওয়ার অভিযোগ আনা হয়।
রায় ঘোষনার পর আসামী সাইফুল ইসলাম,ও জহির কে জেলে প্রেরণ করা হলেও অপরাপর আসামী ইউনুছ ও ছৈয়দ নুর পলাতক রয়েছে বলে জানাগেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন