শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খালার বাড়ি বেড়াতে যাওয়া হলো না আবিরের

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৪ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত গাড়ী চাপায় মো.আবির হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা-বেতকা সড়কের আরমহল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার মালখানগর ইউনিয়নের মালবদিয়া গ্রামের মিন্টু শেখের পুত্র ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন‘ আবির তার খালার বাড়ী বেড়াতে যাওয়ার সময় আরমহল নামক এলাকায় সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত একটি গাড়ীর সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হয় । স্থানীয়রা প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডিউটিরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে ঢাকা রেফার করেন কিন্তু ঢাকা নেওয়ার পথেই শিশুটি মারা যায় । নিহতের স্বজনদের আবেদনের কারনে লাশটি হস্তান্তর করা হয়েছে । ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন