রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ১৪স্বজন কানাডা যাচ্ছেন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩২ পিএম

রোহিঙ্গাদের শীর্ষ নেতা নিহত

মুহিবুল্লাহর মা-সহ ১৪ স্বজন ক্যাম্প ছেড়েছে কানাডার উদ্দেশ্যে। এ
যাত্রায় রয়েছে মুহিবুল্লাহর মা ও দুই ভাইয়ের স্ত্রী, ছেলেসন্তানসহ ১৪
স্বজন। সোমবার সকালে উখিয়ার কুতুপালং ট্রানজিট
পয়েন্ট থেকে তাঁরা ঢাকায় রওনা হয়েছেন। এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর মুহিবুল্লাহ খুন হওয়ার পর নিরাপত্তা বিবেচনায় তাঁর
পরিবারকে ১৩ অক্টোবর এবং পরদিন তাঁর সংগঠনের আরও ১০ নেতার পরিবারকে ক্যাম্প থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস) মোঃ ফারুক আহমদ বলেন, জাতিসংঘের সংস্থার মাধ্যমে মুহিবুল্লাহর ১৪ স্বজনকে
উখিয়া ট্রানজিট পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
স্বজনরা হলেন মুহিবুল্লাহর মা উম্মা ফজল (৬০), ছোট ভাই
হাবিবুল্লাহর স্ত্রী আসমা বিবি (৩৫), সন্তান কয়কবা (১৫),
বয়সারা (১৩), হুনাইসা (৯), মো. আইমন (৮), ওরদা বিবি (৫), মো.
আশরাফ (৫) ও আরেক ভাই আহম্মদ উল্লাহর স্ত্রী শামছুন নাহার (৩৭), সন্তান হামদাল্লাহ (১১), হান্নানা বিবি (৯), আফসার উদ্দীন
(৭), সোহানা বিবি (৫) ও মেজবাহ উল্লাহ (১)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন