শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরিশালের অপহৃত স্কুলছাত্রী কামরাঙ্গীর চর থেকে উদ্ধার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বরিশালের আগৈলঝাড়া থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ১০ দিন পর ঢাকার কামরাঙ্গীরচর থেকে উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। একইসময়ে অপহরনকারী নিরব ফকিরকেও গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত সোমবার রাতে অপহৃত ছাত্রীকে উদ্ধারের পর বরিশাল নিয়ে মঙ্গলবার পরীক্ষার জন্য শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গত ১৩ সেপ্টেম্বর আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৫ বছর বয়সী ছাত্রীটিকে অপহরন করে একই এলাকার মমিন আহমেদ ওরফে নিরব ফকির। এ ঘটনায় অপহৃত ছাত্রীর পিতা ১৪ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। ২৬ সেপ্টেম্বর তাকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন