মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

‘৪০ জনের জন্য ৪০ হাজারের বদনাম কেন হবে?’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১১:২৪ এএম

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, ক্যাম্পাসের গুটিকয়েক শিক্ষার্থীদের জন্য এত বছরের ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা মুখ দেখাতে পারছেন না। এমনকি তাদের অভিভাবকরাও অস্বস্তিতে পড়ছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩টায় ইডেন কলেজর মূল ফটকে মানববন্ধনে এসব কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাবাসসুম মীম বলেন, ‘আমাদের ইডেন কলেজে ৪০ হাজার শিক্ষার্থী আছে। ৪০টা খারাপ মেয়ের জন্য ৪০ হাজার শিক্ষার্থীদের বদনাম হচ্ছে। আমরা কোথাও মুখ দেখাতে পারছি না। এখন আমাদের পরিবার চিন্তায় আছে, আমাদের বিয়ে দিতে পারবে কি না। কারণ, ইডেন কলেজ সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম নিয়েছে সাধারণ মানুষের মধ্যে।’

মানববন্ধনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী ফারজানা কবির চৌধুরী বলেন, ‘এখন আমাদেরকে মানুষ গালি দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঘরে আমাদেরকে মেনশন দেয়। মাত্র গুটিকয়েক শিক্ষার্থীদের জন্য আমাদের আজ এই অবস্থা। যারা আমাদের কলেজের এই বদনাম করেছে, তাদের উপযুক্ত শাস্তি দাবি করি।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রোকেয়া আক্তার বলেন, ‘কিছু রাজনৈতিক আপুর জন্য আমাদের আজ দুর্নাম হচ্ছে। কোথাও মুখ দেখাতে পারছি না। কলেজ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যারা আমাদের কলেজের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন