নেত্রকোণার পূর্বধলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম বার্ষিকী।
এ উপলক্ষে পূর্বধলা উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার দুপুর ১২টায় মধ্যবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল, যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক হাসিমা আক্তার বিরহী, অধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু, মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা লুৎফা, শিক্ষা বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আইনুল হক আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মাসুদ আলম টিপু, সহ-সভাপতি কামরুজ্জামান উজ্জ্বল, যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ, ছাত্রলীগ নেতা সোলাইমান হোসেন হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা ও তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন