বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মহানগর

শেখ হাসিনার জন্মদিন পালনের মহোৎসব জবাব দিয়ে দেয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:০২ পিএম

ব্যবসায়ী ও রাজনীতিবিদ আদম তমিজী হকে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে নেই। আজ তার জন্মদিন। পা রাখলেন ৭৬-এ। গোটা বাংলাদেশ আজ তাকে মিস করছে। মানুষ তাকে কাছে পেতে চায়। এবার দেশের সংবাদমাধ্যম নিজেদের খোলস থেকে বের হয়ে এসে শেখ হাসিনার ব্যক্তিজীবনের মূল্যায়নে গিয়েছে। অতীতে এভাবে দেখা যায় নি।

আজ বুধবার মানবিক বাংলাদেশের উদ্যোগে প্রধানমন্ত্রী জন্মদিন পালন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজনীতিক ও সমাজকর্মী আদম তমিজী আরো বলেন, বিশ্বনেত্রী শেখ হাসিনার ওপর যে আয়োজনে থাকা হয়েছে, এতে করে স্পষ্ট হয়েছে যে, বাংলাদেশের মানুষ আজ ঈদের মত করে আনন্দ করছে। দেশব্যাপি র‍্যালি, সমাবেশ ও আনন্দ করার মধ্য দিয়ে জবাব একটা এসে গেছে। তা হল, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষ সুখে আছে। রাজনৈতিক শক্তির নামে অপশক্তিরা নিশ্চয়ই জনগণের উত্তর পেয়ে গিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন