বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া আ.লীগ থেকে বহিষ্কার একতরফা ও অবৈধ দাবী রুমানের

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৩ পিএম

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় কেন্দ্রীয়
সিদ্ধান্ত ছাড়া জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কারকে একতরফা ও অবৈধ দাবী
করেছেন সদ্য অব্যাহতি পাওয়া দলের সাংগঠনিক সম্পাদক ও পরিষদের প্রশাসক
হুমায়ুন কবির রুমান।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের খরমপুর এলাকায় আয়োজিত সংবাদ
সম্মেলনে এসব জানান হুমায়ুন কবির রুমান।

তিনি বলেন, জেলা আওয়ামী লীগের মিটিংয়ের নাম করে এজেন্ডা ও নোটিশ বিহীন
জেলা পরিষদ নির্বাচনে এড. চন্দন কুমার পালের আনারস প্রতীকের পক্ষে
নির্বাচনী প্রচারনার মিটিং ও আমাকে অব্যাহতি দেওয়া হয়। গঠনতন্ত্রে ৪৭ (৭
ও ৮) এর উপধারা লঙ্ঘন করে মনগড়াভাবে ৪৭ (১১) ধারা প্রয়োগ করা হয়েছে। যা
দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে সরকারের
দায়িত্বপ্রাপ্ত হুইপ হয়েও নির্বাচনী এলাকায় জেলা পরিষদ নির্বাচনকে
প্রভাবিত করার অপচেষ্টা করছে। যা নির্বাচনী আইন পরিপন্থী।

এর আগে, মঙ্গলবার রাতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শেরপুর জেলা পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭ (১১)
ধারা অনুযায়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমানকে
দলীয় সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন