স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ ৯ ডিসেম্বর (শুক্রবার)। আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করবে দুর্নীতি দমন কমিশন। এ বছর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে কমিশন। কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে আলাদা আলাদা কর্মসূচি পালন করা হচ্ছে। কমিশনের কমিশনার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ সকাল ৯ টায় কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গনের সামনের সড়কে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করবেন। ৯.১৫ ঘটিকায় ড. নাসিরউদ্দীন আহমেদ এর নেতৃত্বে কমিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন করবেন। মানববন্ধন শেষে সকাল ১০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন