শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ দুদকের নানা কর্মসূচি

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ ৯ ডিসেম্বর (শুক্রবার)। আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’  এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করবে দুর্নীতি দমন কমিশন। এ বছর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী  দিবস  উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে কমিশন। কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে আলাদা আলাদা কর্মসূচি পালন করা হচ্ছে।  কমিশনের  কমিশনার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ  সকাল   ৯ টায় কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গনের সামনের সড়কে  শান্তির  প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করবেন।  ৯.১৫ ঘটিকায় ড. নাসিরউদ্দীন আহমেদ এর নেতৃত্বে কমিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন করবেন। মানববন্ধন শেষে সকাল ১০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন