বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

আমিরাতে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন

আরব আমিরাত থেকে ছালাহউদ্দিন | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছে আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি। গত বুধবার রাতে আমিরাতের আজমানের নিউ স্পাইসি রেস্টুরেন্ট হলরুমে কেক কেটে প্রধানমন্ত্রীর এ জন্মবার্ষিকী উৎসব পালন করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. জাফর ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, সিআইপি ইব্রাহিম উসমান আফলাতুন, আবুল ফজল বিক্রম, মহিলা বিষয়ক সম্পাদক নিশাত জাহান চৌধুরী নিশু, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন-এর সভাপতি জসিম মল্লিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সুমন, শারজা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম, ফারদিন হাসান রাজু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মাদার অব হিউমিনিটি, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।

শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন