শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আলী যাকেরের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

দেশের অগ্রণী ও অন্যতম শীর্ষস্থানীয় যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এশিয়াটিক থ্রিসিক্সটি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব মরহুম আলী যাকেরের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বনানীতে এশিয়াটিক সেন্টারে নানা আয়োজন ও উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে আলী যাকেরের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। ‘স্মৃতিতে-স্মরণে আলী যাকের’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো সবুজ ও শিল্পের মাঝে আলী যাকেরের নিজের তৈরি কাজের জায়গা ‘বাতিঘর’-এর উন্মোচন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো আলী যাকেরকে নিয়ে ওয়েবসাইটের উদ্বোধন এবং আলী যাকের গ্র্যান্ট-এর আনুষ্ঠানিক ঘোষণা। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে ছিলো, দেশের পাঁচ বিশিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. সারোয়ার আলী, দ্য ডেইলি স্টারের স¤পাদক মাহফুজ আনাম, সংসদ সদস্য আরমা দত্ত, ইউনিলিভারের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার এবং অভিনেতা ও চিত্রনির্মাতা তারিক আনাম খান আলী যাকেরের স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জ্বলন। বিরাজ সত্য সুন্দর-এ বার্তার প্রতিধ্বনিতে সম্মানিত অতিথিদের উপস্থিতি ও নানা আয়োজন অনুষ্ঠানটিকে সফল করে তুলেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলী যাকেরের দীর্ঘ সময়ের বন্ধু ও সহকর্মী আসাদুজ্জামান নূর। আলী যাকেরের ওয়েবসাইট উন্মোচন নিয়ে বক্তব্য রাখনে আলী যাকেরের ছেলে ইরেশ যাকের। এরপর আলী যাকের গ্র্যান্ট ও ইউপিএল থেকে ইংরেজিতে আলী যাকেরের জীবনী ‘সেই অরুণোদয় থেকে’ প্রকাশের ঘোষণা দেন আলী যাকেরের জীবনসঙ্গীনি সারা যাকের এবং এরপরে বাতিঘরের উদ্বোধন ঘোষণা করেন আলী যাকেরের কন্যা শ্রিয়া সর্বজয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন