শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাটোর জেলায় ৩৮৫ টি পূজা মন্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ৪:৫০ পিএম

নাটোর জেলায় ৩৮৫ টি পূজা মন্ডপে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব। শনিবার সকালে প্রতিটি মন্দিরে ঘট বসিয়ে ষষ্ঠী পূজা শুরু করে পুরোহিতরা। এ সময় ঢাকের বাদ্য, কাঁসার শব্দে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গনগুলো। সন্ধ্যায় দেবি দুর্গার আমন্ত্রণ এবং অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হবে দুর্গা প্রতিমার আরাধনা। পূজা, আরতী, অঞ্জলী ও ভোগ রাগের মধ্য দিযে প্রতিদিনের পূজার সমাপ্তি ঘটবে। এ ভাবে সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। দেবি দুর্গার আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে।
এদিকে দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রতিটি মন্দিরে সিসি টিভি ক্যামেরা বসানো সহ কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্দিরে থাকছে নিজস্ব স্বেচ্ছাসেবক। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব সমাপ্তির আশা আয়োজকদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন