শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি

ঈশ্বরদীতে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, দুর্গাপূজাকে সামনে রেখে উস্কানিমূলক মিথ্যা বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি। মিথ্যাচার করতে করতে বিএনপির নেতাদের জিহ্বা অনেক বড় হয়ে গেছে। এদের প্রতি সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
গতকাল শনিবার দুপুরে ঈশ্বরদীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বিএনপি-জামাত-জঙ্গিগোষ্ঠী হীন অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করেই নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা এবারও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পায়তারা করছে। যেকোন মূল্যে দেশের সংবিধান সমুন্নত রাখা হবে। ডেপুটি স্পিকার আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠিত করার সুযোগ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় সকল মানুষ এখানে বসবাস করছে।
পূজা মন্ডপ পরিদর্শনকালে পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলি মালিথা, বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস রঞ্জন উপস্থিত ছিলেন। এর আগে ডেপুটি স্পিকার সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এমপির কবর জিয়ারত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন